• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু (ভিডিও)

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪

লক্ষ্মীপুরে সেফটিক ট্যাংকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগল ডগী গ্রামে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত গ্যাস জমে অক্সিজেনের অভাবে এবং তাদের অসচেতনতায় এ মৃত্যুর কারণ বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ির মিজানের নির্মনাধীন বিল্ডিংয়ের সেফটিক ট্যাংক পরিস্কারে যান তিনজন নির্মাণ শ্রমিক।

এ সময় সেফটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে সে (ফারুক) বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। এ দুই শ্রমিকের কোনও সাড়া-শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে একজন হাফেজের মৃত্যু
দেশের ইতিহাসে হিটস্ট্রোকে একদিনে ১৭ মৃত্যুর রেকর্ড
মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকসহ ২ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে প্রার্থীসহ আটক ৮
X
Fresh