• ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
logo

আ.লীগ নেতা ইলিয়াস হতাচেষ্টা মামলায় স্ত্রী মিলি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২০, ২৩:০৭
A-League leader Elias's wife Mili arrested in assassination case
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ (ফাইল ছবি)

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিলিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

শনিবার মিলিকে আদালতে তোলা হতে পারে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন।

গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে মশলা বাটার শিল (পাথরের পুঁতা) দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার। প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরো ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমোহনে প্রতিপক্ষ প্রার্থীদের গায়ে হাত তোলার হুমকি আ.লীগ নেতার 
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা 
বগুড়ায় আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার 
থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণের অভিযোগে আ.লীগ নেতাকে শোকজ
X
Fresh