• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রিজভীর সামনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ২০ আগস্ট ২০২০, ১১:৩২
Rizvi
ছবিঃ সংগ্রহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সামনে ত্রাণ বিতরণকালে জেলার বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ ও অপর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকতসহ ১০ জন আহত হন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই এ ঘটনা ঘটে।

ওই ত্রাণ বিতরণস্থলে উপস্থিত জেলা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের উপস্থিতিতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় জেলা বিএনপি’র সভাপতি তাসভীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের নেতাকর্মীদের মাঝে অতিথিদের সঙ্গে সিটে বসা নিয়ে তর্ক বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।

অপরদিকে পুলিশ জানায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে নেতাকর্মী চড়াও হয়ে সংঘর্ষ বাঁধে। এসময় দুই গ্রুপের আহত হন প্রায় ১০ জন। আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh