• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি চালকের মৃত্যু

আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২৪, ০৯:৩০
ঢামেক
ছবি : সংগৃহীত

অজ্ঞান পার্টির কবলে পড়ে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় মো. মফিজ (৫২) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে রাত পৌনে ১২টায় অচেতন অবস্থায় মো. মফিজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মফিজ টাঙ্গাইল সদরের রাঙ্গা চিড়া গ্রামের করিম বেপারীর ছেলে। শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

সিএনজি অটোরিকশার মালিক আল আমিন বলেন, মফিজ আমার গাড়িটি ভাড়ায় চালাতেন। রোববার রাতে রাজধানীর ধোলাইপাড় গোল চত্বরের এক ফলের দোকানদার আমার সিএনজিতে লেখা মোবাইল নম্বর দেখে ফোন দেন। ফোনে তিনি জানান আমার গাড়ির ড্রাইভার সিএনজির ভেতরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে আমি দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রতারক চক্রের সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে গাড়িতে ফেলে রেখে গেছে বলে মনে হচ্ছে। চালকের আসন ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো থাকায় গাড়িটি নিয়ে যেতে পারেনি তারা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
X
Fresh