• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খেতে গিয়ে লাশ ডিআইইউ শিক্ষার্থী

আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২৪, ১১:২২
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী তুষার হালদার
সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ৭ তলা একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছেন তুষার হালদার নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাশ এক শিক্ষার্থীও। আগুন লাগার কিছুক্ষণ আগে ওই ভবনে অবস্থিত 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে খাবার খেতে ঢোকেন তিনি।

তুষার হালদার স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্ট ডট লাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন তিনি।

শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ গ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান নিহত এ তরুণের বাবা দীনেশ হাওলাদার।

তিনি জানান, তুষার ড্যাফোডিল থেকে সাংবাদিকতা বিভাগে অনার্স পাস করেছেন। গতকাল রাতে বাংলামোটরে অবস্থিত তার কর্মস্থল থেকে বের হয়ে বেইলি রোডে খাবার খেতে যান বন্ধুদের সঙ্গে। আর সেখানেই অগ্নিদুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

জানা গেছে, তুষার হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং সমাবর্তনের অপেক্ষায় ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় গরমে ১২ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
হিলিতে ক্লাস চলাকালীন শিক্ষার্থী অসুস্থ
কলকাতার বড়বাজারে আগুন
X
Fresh