• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৫৯
আইনশৃঙ্খলা বাহিনী
ছবি : সংগৃহীত

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ের সামনের সড়কসহ নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর বাইরেও সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত আছেন সড়কে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে র‍্যালির ঘোষণা দিয়েছে ছাত্রদল। কর্মসূচি পালনে পুলিশের কাছে অনুমতি চেয়েছে দলটি। তবে এখনো অনুমতির খবর পাওয়া যায়নি। অনুমতি দেওয়া না হলেও এই কর্মসূচিকে ঘিরে তৎপর রয়েছে দলটি।

এদিকে, গত ১৭ জানুয়ারি র‍্যালির অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করে ছাত্রদল। দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত র‍্যালির অনুমতি চাওয়া হয় আবেদনে।

এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কেউ।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে দেশ : রিজভী
‘বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি’
X
Fresh