• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দিনে তাপদাহ রাতে রাজধানীতে বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০২০, ২৩:২২
তাপদাহ রাজধানী বৃষ্টি
সন্ধ্যার পরে এক পশলা বৃষ্টি রাজধানীবাসীকে খানিকটা স্বস্তি দেয়, ছবি: সংগৃহীত

আজ শুক্রবার সারাদিন প্রায় তাপদাহ থাকলেও সন্ধ্যার পরে এক পশলা বৃষ্টি রাজধানীবাসীকে খানিকটা স্বস্তি দেয়। ঘরমুখো মানুষ কিছুটা বিড়ম্বনায় পড়লেও ধুলো থেকে রেহাই মেলে কিছুটা সময়।

আবহাওয়াবিদ শামসুদ্দিন আহমেদ জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হয়। আগামীকাল শনিবার ও রোববার দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুইদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে পরবর্তী তিনদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার রাত ৯টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, রংপুর, বগুড়া, নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
পি

মন্তব্য করুন

daraz
  • পরিবেশ ও জীববৈচিত্র এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
সিলেটে ঝুম বৃষ্টি, স্বস্তি ফিরল নগরে 
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
প্রতীক্ষিত সুখবর দিলো আবহাওয়া অফিস
X
Fresh