• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন পুলিশের ১৯তম সদস্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুন ২০২০, ১৩:২৮
The 19th member of the police died in Corona

করোনায় মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। পুলিশ সদর দপ্তর সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত করোনাযুদ্ধে মারা গেলেন ১৯ জন পুলিশ সদস্য।

সবশেষ ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত

পুলিশ কর্মকর্তাদের দাবি, আক্রান্ত সহকর্মীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ থাকায় একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ১১টি আবাসিক হোটেল ভাড়া করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে আরো ১৮ জন পুলিশ সদস্য করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh