• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের অনুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৮:৪৯
Meeting, banned, Dhaka, permission, police
পুলিশের অনুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকায় পুলিশের অনুমতি ছাড়াই বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ করছে। এতে নগরের বাসিন্দারা চলাচলে ভোগান্তিতে পড়ছেন। আর এই জনদুর্ভোগ দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে অনুমতি ছাড়া ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ করা যাবে না। পূর্বানুমতি ব্যতিত সভা-সমাবেশ করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আজ বুধবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা মহানগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো সভা-সমাবেশ ও গণজমায়েত থেকে বিরত থাকার এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ, গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যান ও জন চলাচলে বিঘ্ন ঘটছে।
এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন অভিযোগে ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
সেনবাগে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ঢাকায় ফ্লাইট চালু করবে বিদেশি দুই এয়ারলাইনস
৪ টাকার টমেটো ঢাকায় এসে হয়ে যায় ৪০-১০০ টাকা
X
Fresh