• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কেমিক্যাল দিয়ে আম পাকানোয় কারাদণ্ড ও জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০২০, ১৪:৪১
কেমিক্যাল দিয়ে আম পাকানোয় কারাদণ্ড ও জরিমানা
কেমিক্যাল দিয়ে আম পাকানোয় কারাদণ্ড ও জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত (ফাইল ছবি)

রাজধানীর বাদামতলীতে কেমিক্যাল দিয়ে পাকানো আম এবং পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির অভিযোগে কারাদণ্ড ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে রাজধানীর বাদামতলী ফলের আড়তে অভিযান পরিচালনা করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই আম শরীরের জন্য ক্ষতিকর, জুস খেলে হতে পারে নানা ধরনের রোগ। তবে ব্যবসায়ীদের অভিযোগ তারা আমে কোনো কেমিক্যাল দেয়নি, তারা এভাবেই এই আম কিনে এনেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক রফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, আম পাড়ার জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া আছে। এই আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।

এদিকে র‌্যাবের ম্যাজিস্ট্রেট জানান, কিছু অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য এই আম বিক্রি করছে।
এছাড়াও পঁচা ও মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রির অভিযোগে জরিমানা ও খেজুর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুমার দিন যে আমল করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়
তিউনিসিয়ায় ‘ভুয়া সংবাদ' প্রকাশ করায় সাংবাদিকের কারাদণ্ড
এমপি আনার হত্যা, সিলিস্তি-আমানসহ গ্রেপ্তার ৩
‘হত্যার বিচার হবেই বাবা, আমি তো আছি তোমার মেয়ে’
X
Fresh