• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

তিউনিসিয়ায় ‘ভুয়া সংবাদ' প্রকাশ করায় সাংবাদিকের কারাদণ্ড

ডয়েচে ভেলে

  ২৪ মে ২০২৪, ০৯:৩৭
তিউনিশিয়া
ছবি: সংগৃহীত

তিউনিসিয়ায় এক বছরের কারাদণ্ড হলো দুই সাংবাদিকের৷ নকল বা ভুয়া খবর প্রকাশ ও প্রচার ঠেকাতে প্রণয়ন করা আইন ‘ডিক্রি ৫৪' লঙ্ঘন করায় এ সাজা দেয়া হয় তাদের৷

বুধবার জনতার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে এমন ভুয়া খবর প্রকাশের দায়ে দুই সাংবাদিককে এক বছরের কারাবাসের সাজা দেয় তিউনিসিয়ার আদালত৷

বোরহান বিসাইস ও মুরাদ জেঘিদি আইএফএম রেডিওতে কাজ করেন৷ দুজনকেই মে মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রেপ্তার করা হয় ডিক্রি ৫৪ ধারা ভঙ্গের অভিযোগে৷

এই ডিক্রি ৫৪ আইনটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পাস করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সায়েদ৷ যা অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া খবর ও গুজব ছড়ানোর অভিযোগে বোরহান বিসাইস ও মুরাদ জেঘিদিকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়, জানান তিউনিস আদালতের মুখপাত্র মোহামেদ জিতুনা৷ আরো ছয় মাসের সাজা দেওয়া হয় কারো অসম্মান করা, তাদের মানহানি ও নৈতিক বা বাস্তবিক ক্ষতি করার উদ্দেশ্যে ভুয়া তথ্যযুক্ত খবর ছড়ানোর অভিযোগে৷

মামলা চলাকালীন বিয়াসিস বলেন, আমি একজন উপস্থাপক, যার কাজ অনুষ্ঠানে সব বিষয়কেই উপস্থাপন করা৷ যা করেছি, তা সাংবাদিকতাই ছিল৷

অন্যদিকে, জেঘিদি বলেন, আমি কোনো ভুল করিনি৷ আমার কাজের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ জরুরি৷ তাই আমি সেই দায়িত্ব নিচ্ছি৷

ঘটনার প্রভাব দেশে ও বিদেশে ডিক্রি ৫৪ চালু হবার পর থেকে এখন পর্যন্ত ছয়জন সাংবাদিককে হাজতে পুরেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ, জানাচ্ছে দেশটির সাংবাদিকদের সংগঠন জার্নালিস্টস সিন্ডিকেট৷

মে মাসে, সাংবাদিক, আইনজীবীসহ সুশীল সমাজের মোট দশজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এই গ্রেপ্তারের ঘটনা ব্যাপকভাবে সমালোচিত হয় আন্তর্জাতিক মহলে, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে৷ তিউনিসিয়ার সাংবাদিকদের জাতীয় ইউনিয়ন গত সপ্তাহে বিসাইস ও জেঘিদির গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে৷

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ
সাংবাদিকের ফোন কেড়ে পুলিশকে দিলেন সাকিব, যা বললেন প্রত্যক্ষদর্শী 
সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের জামিন
সাংবাদিকদের সুরক্ষায় সরকারের সদিচ্ছার প্রমাণ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট: তথ্য প্রতিমন্ত্রী