• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ইন্টারনেট থেকে মিথিলা ও ফাহমির অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ হাইকোর্টের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪
ইন্টারনেট থেকে মিথিলা ও ফাহমির অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ হাইকোর্টের
ফাইল ছবি

ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও পরিচালক ফাহমির অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরাতে বলা হয়েছে।

নভেম্বরের শুরুতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ব্যক্তিগত বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তোলপাড় হয় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে তাদের ওই ছবি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় খবর প্রকাশিত হয়।

নভেম্বরে ফাঁস হওয়া সেসব ছবি সংক্রান্ত এক আবেদনের শুনানির পর আজ বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেন আদালত।

গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের আইডিয়াটা নিতে পারছি না’
লিফট কিনতে ফিনল্যান্ডের পথে ঢাবির প্রো-ভিসিসহ ৪ জন
হল-ক্যাম্পাস বন্ধ ঘোষণার মধ্যেই কুবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা
এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা
X
Fresh