• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাবেক মেয়র এখন কারাগারের মালি

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৮
former, mayor,now, prison, gardener
সাবেক মেয়র এখন কারাগারের মালি

কারাগারের নিয়ম অনুযায়ী সশ্রম কারাবন্দীদের কাজ করতে হয়। সেজন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের (৬৫) ৭ বছর সশ্রম কারাদণ্ড হওয়ায় তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুল বাগানে মালির কাজ করতে দেওয়া হয়েছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাহে আলম বলেন, সশ্রম কারাবন্দীদের কাজের বিনিময়ে সাজা কমে আসে। জেলকোড অনুযায়ী যে যে কাজের জন্য ফিট তাকে সেই কাজেই দেওয়া হয়। তবে সার্বিক দিক বিবেচনা করে সাবেক মেয়র কামালকে পৃথক একটি সেলে রাখা হয়েছে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, বরিশালের সাবেক মেয়র কামালের দুর্নীতির মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ২০২০ সালের ৯ নভেম্বর। হার্টে সমস্যাসহ শারীরিক নানা ব্যধিতে আক্রান্ত হওয়ায় মালিক কাজ করতে দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করা হয়েছে।

এফএ/পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ, মেয়রের বিচারের দাবি 
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
X
Fresh