• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টেক্সিচালকের বিরুদ্ধে একই পরিবারের দুই নারীকে ধর্ষণের অভিযোগ

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ২১:১৬
Rape,
ধর্ষণ।

রাজধানীর হাজারীবাগে একই ব্যক্তির বিরুদ্ধে দুই জা-কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনিরুল ইহসলাম ওরফে মনিরকে (৩৪) গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানা যায়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ভুক্তভোগী দুই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী দুই গৃহবধূ সম্পর্কে আপন জা। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। ঘটনার পর থানায় মামলা হয়েছে। আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মনির পেশায় ট্যাক্সিচালক। প্রথমে এক জা এর সঙ্গে মোবাইলের মাধ্যমে মনিরের পরিচয় হয়। পরে দেখা এবং সম্পর্কের ঘনিষ্ঠতায় কয়েকবার ধর্ষণ করে।

পরে ওই গৃহবধূর দেবরের বউয়ের মোবাইলে নম্বর নিয়ে তার সঙ্গেও কথা বলতে বলতে সম্পর্ক করে তাকেও কয়েকবার ধর্ষণ করে মনির। একপর্যায়ে দুই জা মিলে ধর্ষককে থানায় নিয়ে এসে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের হয়।

কেএফ/এম

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
এটাই আমার লাস্ট বিসিএস!  
X
Fresh