• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার দু্ই ভাইয়ের বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০২০, ১৬:১০
বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এনামুল ও রূপনের
ক্যাসিনো কাণ্ডের আলোচিত পলাতক আসামি দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়া

ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিল মতিঝিলের ক্যাসিনো কাণ্ডের আলোচিত পলাতক আসামি দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়া। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেললে এসব কথা বলেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, ঘটনার পরপরই তারা কক্সবাজার গিয়ে আত্মগোপন করে থাকে। সেখান থেকেই তারা ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়ি দেয়ার পরিকল্পনা করেন। প্রথমে মায়ানমার, ভারত সবশেষ নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা পাওয়া যায়।

এদিকে ক্যাসিনোকাণ্ডের পর থেকেই এসব মামলার তদন্ত করছে সিআইডি।

সিআইডি জানায়, এনামুল হক এবং রূপন ভুঁইয়ার নামে ঢাকায় ২২টি বাড়ি ও জমির সন্ধান পাওয়া যায়। এছাড়াও তাদের ব্যবহৃত পাঁচটি যানবাহনের সন্ধান পাই। বিভিন্ন ব্যাংকে তাদের নামে ৯১টি ব্যাংক হিসাব বিবরণী পর্যালোচনা করে প্রায় ১৯ কোটি ১৮ লাখ টাকা তথ্য পেয়েছি। যা বর্তমানে ফ্রিজ করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh