• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অর্থ আত্মসাৎ: ২ যুগ পর ৯ জনের কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ২১:২০

চট্টগ্রামের খাতুনগঞ্জে অগ্রণী ব্যাংকে জালিয়াতির মামলায় ৯ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিলেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আনসারুল হক ও ক্যাশ ইনচার্জ আবদুস শুক্কুর, খাতুনগঞ্জের ব্যবসায়ী স্বপন কুমার ঘোষ, নুর অ্যান্ড ট্রেডার্সের আবদুন নুর, মেসার্স আলম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির জামাল উদ্দিন, মেসার্স পারভিন অটো মোবাইলের কোরবান আলী, আজিজ অ্যান্ড ব্রাদার্সের আজিজুর রহমান, রহমান অ্যান্ড কোম্পানির শহীদুল আমান এবং হোসেন অ্যান্ড ব্রাদার্সের মোহাম্মদ হোসেন। আসামিরা সবাই পলাতক।

দুদক পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, অগ্রণী ব্যাংক খাতুনগঞ্জ শাখায় এলসি জালিয়াতি করে প্রায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎ করেন আসামিরা। এ ঘটনায় দুদুকের দায়ের করা দুর্নীতি মামলায় ৪০৯ ধারায় ৫ বছর করে প্রত্যেককে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৮ লাখ ৩৯ হাজার ৭০০ অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

১৯৮৮ সালে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা করা হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh