• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝালকাঠিতে ইলিশ ধরার উৎসব

ঝালকাঠি প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৯, ১২:৪৫
নিষেধাজ্ঞা ঝালকাঠি ইলিশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার উৎসব চলছে। এমনকি অন্য এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।

ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ৯ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নির্দেশনার তোয়াক্কা না করে ঝালকাঠি ও নলছিটির জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারে ব্যস্ত। জেলা মৎস্য বিভাগের অভিযান চলা সত্ত্বেও চলছে মাছ শিকার। বিভিন্ন এলাকা থেকেও জেলেরা আসছে এই এলাকায় মাছ ধরতে।

জেলেরা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকার করতে হচ্ছে। আর নিষেধাজ্ঞার সময়ে মাছের দামও ভালো পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি ভিজিএফের চাল বিতরণের কথা থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ওসির হুমকিতে ভিক্ষুকের জমি দখল
---------------------------------------------------------------

জেলা মৎস্য কর্মকর্তা বাবুলকৃষ্ণ ওঝা আরটিভি অনলাইনকে বলেন, গেল দশদিনে ঝালকাঠি জেলায় ৯২টি মোবাইল কোর্ট ও ৯০টি অভিযানের মাধ্যমে চারশ কেজি মা ইলিশ, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। ২১ জনকে কারাদণ্ড ও ৩৭ হাজার টাকা জরিমানা করে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে নিষেধাজ্ঞাকালীন পুনর্বাসন ও ভিজিএফ সহায়তা আরো বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলেরা।

পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh