• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুর্নীতিবাজ ধরা হবে ফাঁদ পেতে

অনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি ২০১৭, ১৪:১৪

যেখানে দুর্নীতি হয় সেখানে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। বললেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ঘুষ নেয়ার সঙ্গে জড়িত তারা সাবধান হয়ে যান। ঘুষ নেয়া বন্ধ করুন। নইলে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করুন। অবৈধ পথে আয় করে কেউ রেহাই পাবেন না। সময় থাকতে সাবধান হয়ে যান।

দুদক চেয়ারম্যান বলেন, ২০১৬ সালে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের আটক করে ১৩টি মামলা হয়েছে। নতুন বছরে এ প্রক্রিয়া আরো বেগবান করা হবে। দুর্নীতিপ্রবণ দপ্তরগুলোতে এবার প্রকাশ্যে বিশেষ নজরদারি করা হবে।

ইকবাল মাহমুদ বলেন, ২০১৬ সালে ১২ হাজার ৫শ’৬৮টি অভিযোগ পায় দুদক। এর মধ্যে অনুসন্ধান করে ১ হাজার ৫শ’ ৪৩টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক ব্যবস্থার নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে ৫শ’ ৪৩টি। ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে দুদকে আসা অভিযোগের সংখ্যা বেশি। ২০১৬ সালে ৩শ’৩৯ মামলা হয়েছে। অভিযোগপত্র দাখিল হয়েছে ৫শ’২৮ মামলার।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh