• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উর্মী হত্যার অভিযোগে ইডেনের সামনে মানববন্ধন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:২২

ইডেন মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী তাসলিমা খাতুন উর্মী হত্যার অভিযোগে মানবন্ধন ও মিছিল করেছেন ইডেন কলেজের ছাত্রীরা।

রোববার কলেজের মূল ফটকের সামনে তারা অবস্থান নেন। এসময় ছাত্রীরা অভিযোগ করেন, উর্মি আত্নহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত অপরাধী পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটিয়ে আত্নহত্যা বলে নিজেকে রক্ষা করতে চাচ্ছেন। তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন ছাত্রীরা।

পুলিশ জানায়, তাসলিমা খাতুন উর্মীকে রাজধানীর আদাবর থেকে গেলো ২৪ ডিসেম্বর রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উর্মী ও তার স্বামী আলীম আদাবরে ফ্ল্যাট বাসায় থাকতেন। আলীম বেসরকারি মেডিকেল হাসপাতাল ল্যাব এইডে চাকুরি করেন। এ ব্যাপারে আদাবর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

উর্মীর পরিবারের দাবি, উর্মী আত্মহত্যা করেননি ওকে খুন করা হয়েছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh