• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অপরাধী ধরতে ১৮ কুকুর এখন বাংলাদেশে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৭, ২১:১৫

মাদক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অপরাধী ধরতে ভারত থেকে প্রশিক্ষিত ১৮টি কুকুর আনলো বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি।

শনিবার বিকেলে বিজিবি’র কাছে কুকুরগুলো হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে এগুলো আনা হয়।

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ভারতের মধ্য প্রদেশের টেকেনপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ২০ জন বিজিবি সদস্য ৬ মাস ডগ স্কোয়াডের ওপর প্রশিক্ষণ নেন। পরে সেখানে প্রায় ৬ লাখ টাকায় ১৮টি কুকুর কিনে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন তারা।

তিনি আরো জানান, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি ক্যাম্পে এসব কুকুর সরবরাহ করা হবে। কুকুরগুলো বিজিবির সহায়ক হয়ে কাজ করবে।

রোববার কুকুরগুলো যশোর থেকে ঢাকা বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে। বাংলাদেশে আনার পর শার্শা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা কুকুরগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh