• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হত্যা মামলা করেছে দিয়াজের পরিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ নভেম্বর ২০১৬, ১৪:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে দিয়াজের পরিবার।

ময়নাতদন্ত প্রতিবেদন নাকচ করে দিয়াজের মা জুবায়দা চৌধুরী বৃহস্পতিবার চট্রগ্রাম সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১, ও ২৩৪ ধারায় অভিযোগ এনে দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যার অভিযোগ করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন-বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা জামশেদুল আলম চৌধুরী, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, কর্মী রাশেদুল আলম জিশান, আবু তোরোব পরশ, মনসুর আলম, আবদুল মালেক, মিজানুর রহমান, আরিফুল হক অপু ও মোহাম্মদ আরমান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি দিয়াজ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। গেলো রোববার রাতে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। সোমবার ময়নাতদন্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয় দিয়াজ আত্মহত্যা করেছেন।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh