• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

তাজরিন ও লাজ ফার্মাকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ১৮:০১

অবৈধ ওষুধ বিক্রি করায় রাজধানীর কলাবাগানের তাজরিন ফার্মেসি ও লাজ ফার্মাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নিউমার্কেটের মকবুল স্টোরকে ৫ হাজার টাকা এবং জুমেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

এতে সহযোগিতা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

আব্দুল জব্বার মন্ডল বলেন, তাজরিন ফার্মেসি ও লাজ ফার্মায় অবৈধভাবে আনা বিদেশি ওষুধ বিক্রি করতে দেখা যায়। ওষুধের গায়ে আমদানিকারক ও মূল্য লেখা ছিল না। পরে অবৈধ পথে এসব পণ্য কেনা হয়েছে বলে স্বীকার করে প্রতিষ্ঠান দুটি। এছাড়া পণ্যের মোড়ক ব্যবহার না করায় মকবুল স্টোর ও জুমেল স্টোরকে জরিমানা করা হয়।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদেশ লঙ্ঘনের দায়ে জরিমানা, কারাগারেও যেতে পারেন ট্রাম্প
অষ্টগ্রামে ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে ৩ বাসকে জরিমানা
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh