• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

ফাঁস হওয়া প্রশ্নপত্রে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ১৭:৪৪

ফাঁস হওয়া প্রশ্নপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে বেশ কজনের ই-মেইলে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের ২৪টি প্রশ্ন পাঠানো হয়।

পরীক্ষা শেষে ওই প্রশ্নগুলোর সঙ্গে আজকের প্রশ্নপত্রের ইংরেজি অংশের ২৪টি প্রশ্নের মিল রয়েছে।

শুক্রবার ১০টা ৪৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে বাংলা অংশের প্রশ্নপত্র পাঠান একজন।

ওই শিক্ষক অনুষ্ঠিত পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের সঙ্গে পাঠানো প্রশ্নের হুবহু মিল পান।

ক্ষোভের স্বরে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বের জায়গা ছিল ভর্তি পরীক্ষা। সেটাও শেষ হয়ে গেল!

প্রশ্নফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অধ্যাপক ড. সাদেকা হালিম।

এর আগে ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরমধ্যে ১২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এই ইউনিটে এক হাজার ৬১০টি আসনের বিপরীতে ৯৮ হাজার ৫৪ জন শিক্ষার্থী আবেদন করেন।

এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ১৪৭টি, ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ৪১০টি ও মানবিক শাখার জন্য ৫৩টি আসন রয়েছে।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন
ছাত্রীদের যৌন হয়রানি: ঢাবির অধ্যাপককে অব্যাহতি
শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
লিফট কিনতে ফিনল্যান্ডের পথে ঢাবির প্রো-ভিসিসহ ৪ জন
X
Fresh