• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত এক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুন ২০১৭, ০৮:৫৭

মেহেরপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার আসামি ফিরাতুল ইসলাম নিহত হয়েছেন। জানালেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব।

সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

আহসান হাবীব বলেন, গোপন সংবাদে জানতে পারি যে, নুরপুর গ্রামের আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছে। পুলিশের একটি দল সেখানে পৌঁছলে তারা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ফিরাতুল ইসলাম নিহত হয়।

তিনি বলেন, এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও ৩টি রামদা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ফিরাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল। তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি, বিস্ফোরক আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।

এইচটি/সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh