• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আবারও সড়ক অবরোধে শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২১, ১২:২৮
Students block road in Rampura
ফাইল ছবি

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও রাজধানীর রামপুরা সেতুর ওপরে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রামপুরা সেতুর ওপর শিক্ষার্থীরা অবরোধ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছে বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছিল। তাদের প্রধান দাবি নিরাপদ সড়ক। এছাড়াও তাদের ৯ দফা দাবি না মানা হলে অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছে তারা।

এ বিষয়ে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজ সড়কে নামবে। ঘটনাস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।

কেএফ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
তুচ্ছ ঘটনায় সৈয়দপুরে ৩ ঘণ্টা সড়ক অবরোধ, চরম ভোগান্তি
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
X
Fresh