• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক রিশাদকে মারধরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৪:৫৭
Former BCL president arrested for beating journalist Rishad
সাংবাদিক রিশাদ হুদা (বাঁয়ে), ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহম্মেদ (ডানে)

সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক রিশাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে এবং বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক।

গতকাল শনিবার (২০ নভেম্বর) রাতে শাহবাগ থানায় মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মামলার আসামিরা হলেন- ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহম্মেদ, সহযোগী তানভীর ও ইউসুফসহ ১২ জন।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রিশাদ মোটরসাইকেলযোগে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি প্রাডো গাড়ি সড়কের বামের রাস্তা আটকা পড়েছিল। পরে রিশাদ হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুইজন নেমে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তার হেলমেট খুলে সেটা দিয়ে তাকে মারধর করেন। লোকজন জড়ো হয়ে গেলে রিশাদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন নাজিম।

এজাহার সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে দুঃখ প্রকাশ করার অভিনয় করে আসামি নাজিম মোটরসাইকেলের চাবি নিতে রিশাদকে আজিজ সুপার মার্কেটের সামনে যেতে বলে। চাবি আনার জন্য মার্কেটের দোকান মালিক সমিতির অফিসে গেলে আসামিদের ১০-১৫ জনের একটি দল দ্বিতীয় দফায় মারধর করে এবং সাংবাদিক রিশাদের মোবাইল ভেঙে ভয়ভীতি দেখায় ও হত্যার হুমকি দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও নাজিম আহম্মেদকে গ্রেপ্তার করে।

কেএফ/টিআই

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh