• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইভ্যালির রাসেল ও শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২১, ২১:২১
ইভ্যালির, রাসেল, শামীমাসহ, ১০, জনের, বিরুদ্ধে, মামলা,
ফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক। আবু হাসান জনি নামের ওই গ্রাহক বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের আদালতে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম।

বাকি আসামিরা হলেন- আহমেদ জাহিদ, মেহেদী হাসান, আতাউর রহমান, আরিফ উল্লাহ খান, ফিরোজ হোসেন, এহসান চৌধুরী, সাজ্জাদ আলম ও তরিকুল কামরুল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী আবু হাসান জনি ইভ্যালিতে বিভিন্ন সময়ে ১১ লাখ ২১ হাজার ৪১৯ টাকা দিয়ে ১৩টি পণ্য অর্ডার করেছেন। এরমধ্যে রয়েছে এসি, মোটরসাইকেল ও মোবাইল সেট। আসামিরা পণ্য সরবরাহ না করে বাদীর টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh