• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

স্টোররুমকে শ্রেণিকক্ষ ভেবে আজিমপুরে প্রিন্সিপালকে শোকজ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬
Considering the storeroom as a classroom, I showcased the principal in Azimpur
সেই কক্ষ, যেটিতে ময়লা পাওয়াকে কেন্দ্র করে প্রিন্সিপালকে শোকজ করা হয়

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো আজ রোববার (১২ সেপ্টেম্বর)। ক্লাস শুরুর প্রথম দিনেই শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখার অভিযোগে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং তার নেতৃত্বে গঠিত মনিটরিং টিমের সদস্য শিক্ষকদের শোকজ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ সকালে স্কুল পরিদর্শন শেষে ফেরার পথে এই শোকজ করেন শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘আমরা তাদের শোকজ করেছি। আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলেছি। তারপর সিদ্ধান্ত নেব।’

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি শ্রেণিকক্ষ নয়, ‘যে কক্ষে ময়লা পাওয়া গেছে সেটি তাদের স্টোররুম।’

দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টাল বলছে, ‘সরেজমিনে দেখা যায়- তিনতলা স্কুল ভবনটির নিচতলায় কোনো শ্রেণিকক্ষ নেই। যে কক্ষে শিক্ষামন্ত্রী ময়লা পেয়েছেন, সেটি একটি স্টোররুম। রুমের এক পাশে গ্যাসের চুলা, খাট, বেসিন রয়েছে।’

অফিস সহকারী একজন জানিয়েছেন, ‘স্টোররুম হিসেবে এখানে আরও অনেক কিছুই ছিল। মন্ত্রী যাওয়ার পর সেগুলো তারা সরিয়ে নিয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক অফিস সহকারী বরাত দিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়, ‘এই রুমে মূলত আমরা খাওয়াদাওয়া করি আর ভাঙা জিনিস রাখি। রুমে এগুলোই রাখা ছিল। সেটি দেখেই মন্ত্রী বলে বসলেন- এই রুমের এ অবস্থা কেন? এরপর উনি চলে গেলেন।’

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হাসিবুর রহমান ওই অনলাইন নিউজ পোর্টালটিকে বলেন, ‘রুমটি আমাদের স্টোররুম ছিল। সেখানে ক্লাস করানো হয় না। রুমটা খোলা থাকায় মন্ত্রী মহোদয় সেখানে ঢুকে পড়েছেন। তবে সিদ্ধান্তের বিষয়ে আমি এখনও জানি না। অফিশিয়ালি আমাকে কিছু জানানো হয়নি।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রচারে বাধা: কাজীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
বরাদ্দের আগেই প্রতীক দিয়ে ফেসবুকে প্রচারণা, দুই প্রার্থীকে শোকজ
X
Fresh