• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নির্মাতা চয়নিকা চৌধুরী ডিবি কার্যালয়ে (ভিডিও)

আরটিভি নিউজ

  ০৬ আগস্ট ২০২১, ১৮:৫৮
পরীমণির কথিত ‘মম’ চয়নিকা চৌধুরী

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পান্থপথ এলাকা থেকে পুলিশ সদস্যরা চয়নিকা চৌধুরীকে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এর আগে পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে গাড়ির গ্লাস খুলতে রাজি হননি। পরে দরজা খুলে পুলিশ সদস্যরা চয়নিকা চৌধুরীর গাড়িতে ওঠেন। পান্থপথ থেকে গাড়িটি দ্রুত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

চয়নিকা চৌধুরী বাংলাদেশের একজন আলোচিত পরিচালক। ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনা শুরু করেন তিনি। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। সে সিনেমার নায়িকা পরীমণি।

ঢাকার সাভারে বোট ক্লাব কাণ্ডের সময় পরীমণির পাশে চয়নিকা চৌধুরীকে দেখা যায়। কিন্তু গত ৪ আগস্ট পরীমণি আটক হওয়ার পর চয়নিকাকে পরীমণির পাশে দেখা যায়নি। এ নিয়ে চয়নিকা গণমাধ্যমে বলেন, পরীমণির সঙ্গে তার যোগাযোগ ও আড্ডা নিতান্ত পেশাগত কারণে।

এফএ

আরও পড়ুন...

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবারই ভুল ভাঙবে: শাবনূর
X
Fresh