• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫৬২

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২১, ২২:৫২
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ষষ্ঠ দিনে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানা চালিয়ে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ডিএমপির। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh