• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কামরাঙ্গীরচ‌রে বস্ত্র ব‌্যবসায়ী‌কে হত‌্যাচেষ্টার প্রতিবা‌দে মানববন্ধন

আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ২০:৩৭
Human chain in protest of attempted murder of textile trader in Kamrangirchar
বস্ত্র ব‌্যবসায়ী‌কে হত‌্যা চেষ্টার প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

রাজধানীর কামরাঙ্গীরচ‌রে বস্ত্র ব‌্যবসায়ী‌কে হত‌্যা চেষ্টার প্রতিবা‌দে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে কামরাঙ্গীরচর বস্ত্র ব‌্যবসায়ী মা‌লিক স‌মি‌তি।

শনিবার (১৯ জুন) বিকেলে কামরাঙ্গীরচর র‌নি মা‌র্কে‌টের পা‌শে চাঁন মস‌জি‌দের সাম‌নে বি‌ক্ষোভ মি‌ছি‌ল করেন এলাকাবাসী। এতে অংশ নেন কামরাঙ্গীরচর ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়া‌র্ডের সাধারণ বস্ত্র ব‌্যবসায়ীরা।

এসময় অন‌্যা‌ন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন কামরাঙ্গীরচর বস্ত্র ব‌্যবসায়ী মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক লিয়াকত হো‌সেন তারা, যুগ্ম সম্পাদক এইচ এম জা‌কির হো‌সেন, রসুলপুর দোকান মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক র‌ফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দ‌ক্ষিণ দোকান মা‌লিক সম‌ি‌তির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা হত‌্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মাসুদ মিন্টুসহ দোষী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ জুন) রাত ১১টার দিকে শামীম নামে এক ব্যক্তিকে কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ডের চাঁন মসজিদের গলিতে ধারালো দেশি অস্ত্র দিয়ে মাথায়, পিঠে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ পাওয়া যায়, আহত শামীম দা‌বিকৃত চাঁদা না দেওয়ায় কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু, সবুজ ও তাদের সহযোগীরা শামীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে শামীম এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
X
Fresh