• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর বাজারে কাঁচামরিচে ঝাল, মাছের দাম বাড়তি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৯, ১৮:২০

রাজধানীর বাজারে কাঁচা মরিচের ঝালে ক্রেতারা দিশেহারা হলেও সবজির দাম নিয়ে সন্তুষ্ট। তবে মাছের বাজারে রয়েছে বাড়তি দামের অভিযোগ। এছাড়াও নিত্যপণ্যের বাজারে সব ধরনের পণ্যের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির কথা জানিয়েছেন ক্রেতারা।

কারওয়ান বাজারের কাঁচাবাজারে কাঁচামরিচের ঝালে দিশেহারা মানুষ। এক কেজি মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। তবে, বেগুন, ঢেঁড়স, কাকরোলসহ সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে।

-------------------------------------------------------------
আরো পড়ুন: মশা নিধনে ছিটানো ওষুধে সন্তুষ্ট নন নগরবাসী
-------------------------------------------------------------

এদিকে, মাছের বাজারে রুই, বোয়াল, কাতল, তেলাপিয়া, চিংড়িসহ বড় মাছ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ৫০০ টাকায়। এছাড়াও ছোট মাছও বিক্রি হচ্ছে অনেক চড়া দামে। তবে, বন্যার পানি কমলে মাছের দামও কমবে বলে জানান বিক্রেতারা।

অন্যদিকে, ব্রয়লার, কক ও দেশি মুরগির দামও স্বাভাবিক রয়েছে বলে জানান বিক্রেতারা। এছাড়াও নিত্যপণ্যের বাজারেও বেশিরভাগ পণ্যের দাম বাড়েনি বলে জানান ক্রেতা-বিক্রেতারা।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঈদ ঘিরে মেট্রোরেলে বাড়তি নিরাপত্তা
মেট্রোরেলে বাড়তি ভাড়া গুনতে হবে ১ জুলাই থেকে
কাঁচামরিচের কেজি ২৮ টাকা
X
Fresh