logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

মশা নিধনে ছিটানো ওষুধে সন্তুষ্ট নন নগরবাসী (ভিডিও)

মুক্ত মাহমুদ
|  ২৬ জুলাই ২০১৯, ১০:৫৮ | আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:৩৬
মশা নিধনে দুই সিটি করপোরেশনের ছিটানো ওষুধে সন্তুষ্ট নন নগরবাসী। তাদের অভিযোগ ওষুধ দেয়ার নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। ডেঙ্গু সমস্যা প্রকট আকার ধারণ করলেও নগর কর্তৃপক্ষের লোক দেখানো তৎপরতায় পরিস্থিতি দিনদিন জটিল হচ্ছে। তারা বলছেন মানুষের ভারে ন্যুব্জ ঢাকায় জনবলের অভাব দেখিয়ে পার পেতে চাচ্ছে দুই সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফজাল হোসেনের মতো একই অভিযোগ উত্তর সিটির মোহাম্মদপুরের এই বাসিন্দারও।

মশা নিধন করে ডেঙ্গু আতঙ্ক কমাতে কর্তৃপক্ষ কী করছে? গেল সোমবার দক্ষিণের মেয়র সাঈদ খোকন উত্তর সিটির অধীন ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গেলে শিশু হাসপাতলের এই কর্মকর্তার এমন প্রশ্ন ছিল তার কাছে।

তার এমন প্রশ্ন আর নগরবাসীর আতঙ্ক থেকেই বোঝা যায় মশা নিধনে কী করছে, দুই সিটি করপোরেশন।

যদিও নগরবাসীর এমন সব অভিযোগ মানতে নারাজ। দুই সিটির কর্মকর্তারাই। তারা বরং সব সময়ের মতো দায় চাপালেন নগরবাসীর ওপর।

জনগণের ওপর দায় চাপালেও সমস্যার সমাধান খুঁজতে এখনো জনগণকেই সম্পৃক্ত করা হয়নি বলছেন নগরবিদ ইকবাল হাবিব।

পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো নাজুক হতে পারে বলে আশঙ্কা তার।

এমকে  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়