• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আবরারের আগে এক তরুণীকে চাপা দেয় সুপ্রভাতের চালক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৯, ১৬:৫২

রাজধানীর বসুন্ধরায় প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর আগে আরেক তরুণীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের চালক সিরাজুল ইসলাম।

পুলিশের জিজ্ঞাসাবাদে সিরাজুল এ তথ্য জানিয়েছে।

এদিকে আবরারের বাবার করা মামলায় ঘাতক চালক সিরাজুলকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ মার্চ) পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

-----------------------------------------------------------
আরও পড়ুন : ‘ফুটওভার ব্রিজ নয়, নিরাপদ সড়ক চাই’
-----------------------------------------------------------

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন আবরার। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভারী যান চালানোর লাইসেন্স ছিল না ঘাতক সুপ্রভাত বাসচালকের

এ ঘটনার আগে সিনথিয়া সুলতানা মুক্তা (২০) নামে এক তরুণীকে সাহজাদপুরের বাঁশতলা এলাকায় চাপা দেয় সিরাজুল। ওই তরুণীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পরবর্তী দুর্ঘটনা ঘটে। মুক্তা বর্তমানে চিকিৎসাধীন।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
এনএসআইয়ের নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর
রাজধানীতে বাসার ছাদে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
X
Fresh