• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আবরার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৯, ১৭:০৭

সুপ্রভাত বাসের চাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডে রাস্তা পার হতে গিয়ে দু'টি বাসের মধ্যে পড়ে আবরার মারা যান।

দুপুর দেড়টায় যোহরের নামাজের পর মিরপুর সেনানিবাসের মধ্যে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে আবরারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরার আহমেদের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন অংশ নেন। পরে আবরারের মরদেহ বনানী কবরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ট্রাকের নিচে চাপা পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত
---------------------------------------------------------------------

এদিকে আবরার নিহতের ঘটনায় বসুন্ধরা আবাসিক গেট এলাকায় রাস্তা অবরোধ করে সকাল থেকেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং আগামী তিন মাসের মধ্যে ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা সেই আশ্বাস উপেক্ষা করে এখনও সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবনে এমপি আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত
আজ বাদ জোহর সাদি মহম্মদের জানাজা
জুনাইদের বিরুদ্ধে এবার বিইউপি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
মায়ের জানাজা পড়তে এসে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
X
Fresh