• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ভিডিও ভাইরালের পর ডিএনসিসির কর্মকর্তা বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ২১:৪৮

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের জন্যে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলছে পরিচ্ছন্নতা কর্মীরা। এরপর সেই ময়লা আবার পরিষ্কার করার মধ্য দিয়ে কর্মসূচী উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) মেয়র। সম্প্রতি ময়লা ছড়ানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এরপর সেই ভিডিওকে কেন্দ্র করে শুরু সমালোচনা।

পরে পরিষ্কার রাস্তায় ময়লা ফেলার নির্দেশের অভিযোগে নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

সোমবার মেয়র মো. আতিকুল ইসলামের অনুমোদনক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় এস এম শফিকুর রহমানকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজের ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত ওয়ার্ক সুপারভাইজার মো. সালাহ উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এছাড়া প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

---------------------------------------------
আরও পড়ুন : ইসির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছেন মাহবুব তালুকদার
---------------------------------------------

রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ডিএনসিসি আয়োজিত তেজগাঁও সাতরাস্তা সংলগ্ন মেয়র আনিসুল হক সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালচিত্রণকালে পরিচ্ছন্নতা কর্মীদের কাগজের টুকরা পরিষ্কার রাস্তায় ছড়ানোর নির্দেশ প্রদান করা হয়।

এই নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে মেয়র জানান, বিষয়টি আসলে কিভাবে হলো আমার নলেজে নেই। এটা অবশ্যই ঠিক হয়নি।

আরও পড়ুন :

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদানের সক্ষমতা আরও বাড়াবে ডিএনসিসি : মেয়র আতিক 
‘চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন’
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
X
Fresh