• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইসির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছেন মাহবুব তালুকদার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৯, ১৮:২৫

স্থানীয় সরকার নির্বাচন ও ব্যবস্থাপনা পদ্ধতি সংস্কার করে ইসির হাতে আরও ক্ষমতা দেয়ার প্রস্তাব করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচনকে অর্থবহ করার জন্য ও গণতন্ত্রকে অবারিত করার স্বার্থে এই সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

আজ সোমবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে, দেশের প্রতিটি বিবেকবান মানুষের কাছে এ প্রশ্নের উত্তর আছে।

তিনি বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার ইসির কাজ নয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। স্থানীয় নির্বাচন কী পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমানে সরকার ঠিক করে দেয়। তবে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, আইনানুগ ও উন্মুক্ত নির্বাচন হলে এবং সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে সব দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা করা যায়।

---------------------------------------------
আরও পড়ুন : ট্রেনের ভাড়া বাড়বে না, বেসরকারি খাতে ট্রেন দেয়া হবে না : রেলমন্ত্রী
---------------------------------------------