• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোনো তথ্য ছাড়াই নিরপেক্ষতার প্রশ্ন তুলছে ঐক্যফ্রন্ট: ডিএমপি কমিশনার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫১

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কোনো তথ্য ছাড়াই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। বললেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনকে ঘিরে কোনো অপশক্তি যদি গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে রাজধানীতে পুলিশের ৪টি কন্ট্রোল রুম থাকবে।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও বাসায় ফেরা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। দীর্ঘ ১০ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। তারা উভয়ই জোটবদ্ধভাবে ভোটে অংশ নিয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮০০ এর বেশি প্রার্থী। এর মধ্যে ৫০ জনের মতো রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমাকে মেরে ফেলেন ভাই’
যে কারণে পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
X
Fresh