• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৪, ১০:৫৮
সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জনের মধ্যে জান্নাতি আক্তার (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জান্নাতির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হলো। এরমধ্যে সোমবার ৩৫ বছর বয়সী রহিমা বেগম মারা যান। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আরও দুইজন। তাদের মধ্যে সুখীর শরীরের ১৭ শতাংশ ও রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের বাগপাড়া এলাকায় একটি টিনসেটের বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

দগ্ধরা হলেন- সুখী আক্তার (৩২), তার মেয়ে সাদিয়া আক্তার (১১), দগ্ধ সুখীর ছোট বোন জান্নাতি আক্তার (১৬), ছোট ভাই মো. আরিফ (২১), ফুফাতো বোন রহিমা বেগম (৩৫) ও তার মেয়ে রিতু আক্তার (১৪)।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ইসতিসকার নামাজ আদায়
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
তন্বীর প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে মোংলায় সুবর্ণা
জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙায় ফখরুলের প্রতিবাদ
X
Fresh