• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

দেশে প্রথমবারের মতো বিদেশি ঋণ ছাড়াল ৮ বিলিয়ন ডলার

আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২২, ২২:২৫

চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে সরকার। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা, ভয়াবহ বন্যা পরিস্থিতিসহ নানা অনিশ্চয়তার মধ্যেই চলতি অর্থবছরের ১১ মাসেই (জুলাই-মে) ৮৪১ কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে।

ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছর শেষে ঋণের অঙ্ক ৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে এক অর্থবছরে এতটা বিদেশি অর্থায়ন পাওয়া যায়নি। আর ১১ মাসেই পুরো বছরের লক্ষ্যমাত্রার বেশি অর্থছাড় যেমন হয়েছে, তেমনি এ সময়ে আগের পুরো অর্থবছরের চেয়ে ১৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

ইআরডির প্রতিবেদনে বলা হয়, ২০২১-২২ অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে সময়ে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ৮৪১ কোটি ৬০ লাখ ডলারের ঋণ সহায়তা পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছর একই সময়ে ছাড় হয়েছিল ৫৭২ কোটি ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ঋণ বেড়েছে ২৬৯ কোটি ডলার। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরের পুরো সময়েও এত বেশি বিদেশি ঋণ আসেনি।

ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই ভালো অবস্থায় আছে। প্রতিটি সূচক ইতিবাচক রয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলিয়ে যা রিজার্ভ আছে, বাংলাদেশের তার দ্বিগুণেরও বেশি আছে। চলতি অর্থবছরের ১১ মাসে উন্নয়ন সহযোগীদের মধ্য থেকে সবচেয়ে বেশি সহায়তা পাওয়া গেছে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে। তারা ১০ মাসে ছাড় করেছে ২০৭ কোটি ৯২ লাখ ডলার।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
ভুয়া দলিলে কয়েকটি ব্যাংক থেকে ৫০ কোটি টাকা ঋণ নেয় চক্রটি
শিক্ষার্থীদের স্বস্তি দিতে ক্লাসরুম হয়ে গেল ‘সুইমিং পুল’
পরী-সিয়ামের নতুন রেকর্ড
X
Fresh