• ঢাকা শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নটরডেম শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ১২:২৮
নটরডেম শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা
নিহত নাঈম হাসান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাতে নিহতের বাবা শাহ আলম বাদী হয় সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন। ওই মামলায় গাড়িচালক রাসেল খানকে (২৭) গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান হল মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম নটরডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
মেয়রের সামনে জুতাপেটা করা সেই কাউন্সিলর চামেলী বরখাস্ত
কিরগিজস্তানে হামলার শিকার পাকিস্তানি শিক্ষার্থীরা
কিরগিজ মন্ত্রীকে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ
X
Fresh