• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

পূজামণ্ডপে হামলার উসকানিদাতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৯:৪৫
মাওলানা আব্দুর রহিম বিপ্লবী

পূজামণ্ডপে হামলায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মাওলানা আবদুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাট্যার একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে মূর্তির পায়ে কোরআন রাখাদের গ্রেপ্তার না করলে সারাদেশে আন্দোলনের পাশাপাশি বাংলাদেশে একটি পূজামণ্ডপও রাখা হবে না বলে উসকানিমূলক বক্তব্য দেন আবদুর রহিম। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। এরপর বিভিন্ন মহল থেকে তাকে গ্রেপ্তারের দাবি উঠলে আজ তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে হনুমানের মূর্তির ওপর পবিত্র কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে আইজিপির নির্দেশ
চোরের ভয়ে পুলিশের মোটরসাইকেলে হাতকড়া
দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী
দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন ৯ জুন 
X
Fresh