• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যালয় খোলার খবরে শ্রেণিকক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭
বিদ্যালয় খোলার খবরে শ্রেণিকক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ
বিদ্যালয় খোলার খবরে শ্রেণিকক্ষে চলছে পরিচ্ছন্নতার কাজ, ছবি: প্রতিনিধি

আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত পেয়ে প্রতিষ্ঠানগুলোতে চলছে জোর প্রস্তুতি। পরিষ্কার করা হচ্ছে ধুলোমাখা বেঞ্চ, ব্লাকবোর্ড, ক্লাস রুম। শিক্ষক-শিক্ষার্থীদের হাতধোয়ার বেসিন স্থাপন, স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা বৃদ্ধির জন্য হাতধোয়ার সঠিক নিয়ম, মাস্ক পরার নিয়ম, হাঁচি-কাশির শিষ্টাচারও টাঙানো হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে।

শনিবার (৪ সেপ্টম্বর) রাজধানীর সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, শ্যামপুর সরকারি স্কুল এন্ড কলেজ, দনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাদরাসা, কিন্ডার গার্টেন স্কুল ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

এ কে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধের কারণে ছেলে-মেয়ে বই খাতার কথা যেন ভুলেই গেছে। স্কুল খোলার খবর পেয়ে আমরা আনন্দিত।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নিয়াজ খোরশেদ সানী বলেন, ভালো একটি কলেজে ভর্তি হতে পেরে মনে খুব আনন্দ পেয়েছি। জীবনে এই বর্ষটির অপেক্ষায় ছিলাম। স্কুলজীবন শেষ করে কলেজ জীবনে যাব। দুঃখের বিষয় প্রথমবর্ষটি বন্ধের মধ্যেই শেষ হয়ে গেল। অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার খবরে আনন্দ পাচ্ছি।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা আরটিভি নিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছি। শিক্ষার্থীদের সঙ্গেও নানা মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছি। সরকারের নির্দেশনা পেলেই ক্লাস চালু করতে পারব। কোনোভাবেই গাদাগাদি বা ঠাসাঠাসি করে শিক্ষার্থীদের ক্লাস করার সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘নো মাস্ক নো স্কুল’ ব্যানার টানানো হয়েছে।

এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ মোঃ ফজলুল হক বলেন, করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৭ মাস প্রতিষ্ঠান বন্ধের পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি ইঙ্গিত পেয়েছি। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের। সরকারের আদেশ পেলেই ক্লাস চালু করতে পারব। আমাদের প্রতিষ্ঠানে সাড়ে ৭ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের স্বাস্থ্যবিধি মানতে কোনো সমস্যা হবে না। ২০ হাজার মাস্ক কিনে প্রতিষ্ঠানে রাখা হয়েছে। হ্যান্ডস্যানিটাইজেশনসহ স্বাস্থ্য সুরক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্যাহ নয়ন বলেন, করোনাভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান চালিয়েছি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের পরীক্ষা নিয়েছি। আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংকেত দিয়েছে সরকার। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
X
Fresh