• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

ইতালি ভিসাধারী প্রবাসীদের ফিরতে বাধা নেই

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২০, ২০:২২
Italy,
ইতালি ভিসাধারী প্রবাসী

অবশেষে ইতালি নিয়ে সুখবর মিললো প্রবাসীদের জন্য। এর আগে দফায় দফায় নিষেধাজ্ঞা আসলেও বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞা দেয়নি দেশটি।

ফলে এখন থেকে দেশে এসে আটকে পড়া ইতালির বৈধ ভিসাধারী বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি জানান, যাদের অনুমতিপত্রের মেয়াদ আছে, কেবল তারাই ইতালি প্রবেশ করতে পারবে। নতুন করে কাউকে ভিসা দেয়া হবেনা। তবে, যাদের আবাসিক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের নতুন করে ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে ইতালি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে, এ মুহুর্তে ১৫ হাজার ইতালি প্রবাসী বাংলাদেশি দেশে এসে আটকে আছেন। গেলো ৭ জুলাই সবশেষ ভাড়া করা বিমানে বাংলাদেশ থেকে ইতালি ফেরেন প্রবাসী বাংলাদেশিরা। তবে সেখানে পৌঁছার পর ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকেই দফায় দফায় বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আসছিলো ইতালি।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূর্বাভাসের ৫ রাডারের ৪টি মেয়াদোত্তীর্ণ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
সুখবর দিল বিআরটিএ
স্ত্রীর গলা কেটে হত্যা, অস্ত্র নিয়ে থানায় স্বামী
লখনৌকে বিধ্বস্ত করে টেবিলের শীর্ষে কলকাতা
X
Fresh