• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে বয়স্ক ভাতা পাচ্ছে ৪৯ লাখ মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

আরটিভি নিউজ রিপোর্ট

  ০১ অক্টোবর ২০২০, ১৭:১৯
দেশে বয়স্ক ভাতা পাচ্ছে ৪৯ লাখ মানুষ: সমাজকল্যাণমন্ত্রী
সংগৃহীত - সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের ৪৯ লাখ প্রবীণ নাগরিক সরকারি বয়স্ক ভাতা পাচ্ছেন। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণবান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি বয়স্কভাতা কর্মসূচি প্রবর্তন করেন যার আওতায় বর্তমানে ৪৯ লাখ প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

আরও পড়ুনঃ

বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরার সময় গাছ চাপায় ৪ জনের মৃত্যু

সকল বয়স্ক ব্যক্তিকে ভাতা দেয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ: ইউপি সদস্য বরখাস্ত

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আজকে যারা প্রবীণ তারাই দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাদের অবদান অস্বীকার করার উপায় নেই। আজকের প্রবীণরাই মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।

তিনি বলেন, প্রবীণদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রণীত পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ ও জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সফলভাবে করোনাভাইরাস মহামারি মোকাবিলা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অত্যন্ত সফলতার সঙ্গে করোনা মহামারি মোকাবিলা করছে। করোনাকালে প্রবীণদের স্বাস্থ্যের দিকে সবাইকে যত্নশীল হতে হবে। পর্যায়ক্রমে দেশের সকল প্রবীণ নাগরিকদের ভাতার আওতায় আনা হবে।

এ/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh