• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওয়াসার এমডির মেয়াদ বাড়ানোর সুপারিশ মন্ত্রণালয়ে যাচ্ছে কাল (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। আগামীকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আকারে মেয়াদ বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংস্থাটির ভার্চুয়াল বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনাটি চুড়ান্ত করা হয়। বোর্ড সভায় উপস্থিত একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সভায় মোট ৯ জন সদস্য অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন।

তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এ প্রস্তাব ষষ্ঠবার নিয়োগের জন্যই করা হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।’

ওই সভার একমাত্র আলোচ্যসূচিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে ৩ বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’

অপরদিকে তাকসিম এ খানকে আবারও নিয়োগের সুপারিশের সমালোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ওয়াসা বোর্ড তার দায়িত্ব পালনে ব্যর্থতা দেখিয়েছে। এখনই বর্তমান এমডি তাকসিম এ খানকে অপসারণের উদ্যোগ গ্রহণ করা উচিত। ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পুনঃনিয়োগে বোর্ড সভার বিষয়টি অনৈতিক ও বিধি বহির্ভূত। আমরা দেখতে পেয়েছি ওয়াসার বোর্ড সভার আলোচনার একমাত্র বিষয়বস্তুতে কেবলমাত্র বর্তমান এমডির নাম উল্লেখ করে তাকে আবারও নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী- এই পদে নিয়োগের জন্য আবেদন করা হয়েছিল কিনা? কারা আবেদন করেছিলেন? কতজন আবেদন করেছিলেন? যারা আবেদন করেছিলেন, তারা কেনো যোগ্য হিসেবে বিবেচিত হলেন না? কেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালকে একমাত্র উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হলো? কেন বারবার বিধি ভঙ্গ করে একই ব্যক্তিকে নবায়ন অপরিহার্য হয়ে পড়লো? এসব প্রক্রিয়াগত প্রশ্নের উত্তর যাচাই-বাছাই করা হচ্ছে। অথচ বর্তমান এমডি দায়িত্ব পালনকালীন সময়ে ঢাকা শহরের জনগণের দুর্ভোগের বিষয়টি কারো অজানা নয়!’

আরও পড়ুন

কেএফ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিমিয়ার ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
তীব্র গরমে যে উদ্যোগ নিলো ঢাকা ওয়াসা
গর্ভপাত বৈধ করার সুপারিশ জার্মান কমিশনের
X
Fresh