• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বন্যার্ত মানুষকে ত্রাণ দিলো বঙ্গবন্ধু পরিষদ

আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ১৫:৪০
Bangabandhu Parishad gave relief to the flood affected people
ছবিঃ সংগ্রহীত

দেশের বন্যাকবলিত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু পরিষদ। সংগঠনের কেন্দ্রী সভাপতি ডা. এস এ মালেকের নির্দেশে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ত্রাণ দেয়া হচ্ছে।
আজ সোমবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় চারশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কামরাঙ্গীরচর নুরুল উলুম কওমী মাদরাসা মাঠে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুস ছাত্তার, অ্যাডভোকেট মোঃ আজিজুল হক, ড. মোঃ জাহাঙ্গীর আলম, আনন্দ কুমার সেনসহ সংগঠনের নেতা কর্মীরা।

সোনার বাংলা একতা সংঘের সভাপতি হাবিবুর রহমান মুন্সির সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু পরিষদ বন্যার্তদের মাঝে দেশব্যাপী ত্রাণ বিতরণ করছে। বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবী সংগঠন এবং সমাজের বিত্তশালীদের গরীব-দুঃখী মানুষেরও অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
স্থানীয়ভাবে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন সোনার বাংলা একতা সংঘের ফাইজুল মিয়া, খোকন মিয়া, কাশেম মোল্লা, এরশাদ হোসেন, খোরশেদ, সাদ্দাম হোসেন, রেজাউল হক, জনি সৈকত, সাইফুল হোসেন, জাকির হোসেন প্রমুখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মওলানা নাজিম উদ্দিন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
X
Fresh