• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

চলতি সিরিজেই ব্যাটিং পরামর্শক পাচ্ছেন তামিমরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুলাই ২০১৮, ১৯:৪৫

এক বছরেরও বেশি সময় কেটে গেছে ব্যাটিং কোচ ছাড়া। এর মধ্যে বেশ কয়েকটা সিরিজও খেলেছে বাংলাদেশ দল। তবে স্পষ্ট ফুটে উঠেছে ব্যাটিংয়ে দুর্বলতার ছাপ।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের কথায় আসি। দুই টেস্ট সিরিজের দুই ম্যাচেই বাজে ভাবে হার বাংলাদেশের। এতোটাই নাজুক ব্যাটিং লাইন আপ সেটা বলার মতো না। ফলাফল লজ্জার হার।

গত বছরের জুলাইতে লঙ্কান সাবেক ব্যাটসম্যান থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হবার পর অনেক চেষ্টা করলেও আর ভেড়ানো যায়নি নতুন কাউকে।

তবে দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জিকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গেলেও গত কয়দিন এ নিয়ে কোনও কিছু শোনা যায়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন : জিম্বাবুয়েকে ৬৭ রানে গুড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ পাকিস্তানের
--------------------------------------------------------

আজ বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আশ্বাস দেন, শিগগির দলের সাথে যুক্ত হচ্ছে ব্যাটিং পরামর্শক কিন্তু খোলাসা করেননি কে হতে যাচ্ছেন।

ব্যাটিং কোচ ছাড়াও কোচিং স্টাফে ছিলোনা প্রধান কোচ আর ফিল্ডিং কোচ। ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের আগেই যোগ দিয়েছিল হেড কোচ স্টিভ রোডস। দ্বিতীয় টেস্ট চলাকালীন যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক।

আর বাকি রইলো ব্যাটিং কোচের পদটা। নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অর্থাৎ ২২ তারিখেই দলের সাথে যোগ দেবেন ব্যাটিং পরামর্শক।

নিজাম উদ্দিন এও জানালেন, যদি ম্যাকেঞ্জিকেই পরামর্শক হিসেবে আনা হয় সেটি ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে।

প্রোটিয়াদের হয়ে নেইল ম্যাকেঞ্জি খেলেছেন ৫৮ টেস্ট। ৩৭.৩৯ গড়ে রান ছিল ৩২৫৩। ওয়ানডেতে ৬৪ ম্যাচে ৩৭.৫১ গড়ে যার রান আছে ১৬৮৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন দুই ম্যাচ। এছাড়া ঘরোয়া লিগের ক্রিকেটে যার রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ার।

৪২ বছর বয়সী এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ হিসেবেও।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সব ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জিতবে’
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ
যুবরাজের চোখে বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট
X
Fresh