• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

আরটিভি স্পোর্টস ডেস্ক

  ০৯ মে ২০১৮, ২০:১১

চলতি বছর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। দুটি টেস্ট এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবার কথা থাকলেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বাতিল করেছে এই সিরিজটি।

কারণ হিসেবে দেখানো হয়েছে আর্থিক সঙ্কট। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে ওই সময়ে চলবে ফুটবল বিশ্বকাপ। তাই ক্রিকেট খুব একটা সাড়া ফেলবে না।

গত কয়েক মাস আগে তারা এই সিরিজ নিয়ে অপারগতা জানালেও অবশেষে সেটি একেবারে না-ই করে দিল। সূচি প্রকাশের পর থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়া আগ্রহ দেখায়নি। আজ বুধবার দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার শঙ্কায় আসন্ন সিরিজ আর অনুষ্ঠিত হচ্ছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন :তুই চালিয়ে যা, সুযোগ আসবেই: মাশরাফি
--------------------------------------------------------

তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আগামী ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা কয়েকটি প্রস্তাব দিয়েছি ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।

সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশ এসেছিল। মাঝে ২০০৮ সালে বাংলাদেশ গিয়েছিল অস্ট্রেলিয়ায়, তবে সেবার শুধুই তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ।

আরও পড়ুন :

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ মে)
কিরগিজস্তানে জনতার হামলা, সাহায্য চাইলেন বাংলাদেশি শিক্ষার্থীরা
সাংবাদিক প্রবেশ নিষেধ করার কথা ‘মিথ্যা’: ডেপুটি গভর্নর
ঘূর্ণিঝড় সৃষ্টি হলে যেখানে আঘাত হানতে পারে
X
Fresh