• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারত ফাইনালের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪১

আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য মাঠে নামবে বাংলাদেশ-ভারত। কিছুদিন আগেই নারী ক্রিকেটে ভারতকে হারিয়েই এশিয়া ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের মেয়েরা।

‍দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান।

এখন পর্যন্ত বড় কোনও টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। আজকের ফাইনালের আগ পর্যন্ত বাংলাদেশ ফাইনাল যাওয়া মানেই যেন কান্না ভেজা চোখে মাঠ ছাড়া। এ পর্যন্ত বাংলাদেশ পাঁচটি আলাদা আলাদা টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ২০০৯ সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা। এর তিন বছর পর ২০১২ তে এশিয়া কাপের ফাইনাল এবার প্রতিপক্ষ পাকিস্তান, চার বছর পর ২০১৬ তে আবার এশিয়া কাপের ফাইনাল প্রতিপক্ষ ভারত, দুইবছর পর ২০১৮ তে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল প্রতিপক্ষ শ্রীলঙ্কা, একই বছরের মার্চে নিদাহাস ট্রফির ফাইনাল প্রতিপক্ষ ভারত।

আগের প্রতিটি ফাইনালেই তামিম-সাকিব থাকলেও এবার নেই এরা দুজন। ইনজুরি ছিটকে দিয়েছে এ দু’জনকে। তবে বাংলাদেশ যে ইনজুরি মুক্ত নয় তারপরও। ইনজুরি নিয়ে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান অধিনায়ক মাশরাফি মুর্তজা।

আজ ষষ্ঠ ফাইনালে এসে অপেক্ষা ঘুচানোর পালা। ছয় নম্বর ফাইনালে এসে ফাইনাল জুজু কাটিয়ে ‘চ্যাম্পিয়ন’ লিখা বোর্ডের সামনে গগনবিদারী চিৎকারের কাঁপিয়ে তুলবে মরুভূমির মাঠ। মাশরাফি-মাহমুদুল্লাহরা উঁচিয়ে ধরতে চায় রূপালি ট্রফি। আজই কি সেই দিন, সেই মাহেন্দ্রক্ষণ বাংলাদেশ ক্রিকেটের! সময়ই তা বলে দিবে। তবে সকলের প্রত্যাশা দুবাই থেকেই নতুন করে লেখা হোক বাংলাদেশের জয়গান।

এমন টানটান উত্তেজনার ফাইনালে কেমন হতে পারে বাংলাদেশ-ভারতের একাদশ। ম্যাচ শুরুর আগ পর্যন্ত যতটুকু জানা যায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ী দলই খেলবে ফাইনালে। যদি কেউ ইনজুরিতে না পড়ে। অন্যদিকে, সুপার ফোর পর্বে ভারত তাদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করে। এই ম্যাচে তারা দলের সেরা কয়েকজন পারফর্মারকে বসিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তারা পূর্ণ শক্তি নিয়েই ফিরবে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)
লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষ), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ (সম্ভাব্য)
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন :

এএ /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh